Tuesday, July 31, 2018

আমার অজানা গন্তব্য- ভাবুক

হেঁটে যাই নির্জন গ্রামের সরু পথ ধরে। শেষ বিকেলের পড়ন্ত রোধের আলো গাছের পাতার ফাঁকে যেন আলতো ছুঁয়ে যায়। গাছের শুকনো পাতাগুলোর পায়ের তলায় পড়ে মরমর শব্দটা আমাকে ভাবিয়ে তোলে। গাছে ছোট্ট ছোট্ট ঢালপালা গুলো যেন আমায় অভ্যর্থনা দেয়। যেন জিগ্যেস করে-
"হে পথিক! যাত্রা তোমার কতদিনের?"
 
উত্তর দিতে বড় ইচ্ছে হয়। কিন্তু উত্তরটা আমার জানা নয়। সৃষ্টা নিজ হাতে উত্তরটা রেখে দিয়েছে। তাই মাথা নিছু করে হেঁটে যাই।  পথে দেখা হয় কত কৃষক, শ্রমিক,দিনমুজুর আর নামীদামি ব্যাক্তিদের সাথে । তারাও নাকি আমার মতো কয়েকদিনের পথিক! আস্তে আস্তে সুর্যের আলো লাল হয়ে হারিয়ে যায় । রাতের আধার ঘনিয়ে আসে। কিন্তু আমার পদারচনা শেষ হয়না। রাত-দিন, সকাল -বিকেল চলতেই‌ থাকে‌। হাটছি তো হাটছিই। মন চাইলে পিছনে ফিরে দেখি কি হয়েছিলো অতিতে। হাসি কান্না, সুখ দুঃখের মাঝেও থামেনা আমার এই ভ্রমন।

আমি হেঁটে যাই, চলে‌ যায়,‌ছুটে যাই আমার অজানা গন্তব্যে,,,,,।

~ আমার অজানা গন্তব্য
© ইসমাইল হোসেন

Share:

0 comments:

Post a Comment

Search This Blog

Contact Form

Name

Email *

Message *

Followers