আমি জলজ্যান্ত পাথর
নিজেকে হারানোর আর্তনাদ কখনো আমায় আঘাত করেনি।
আমি পোড়া বাড়ি
সুখের অভাবে নিজেকে পুড়িয়েছি বহুকাল ধরেই।
আমি মধ্যরাতের নিস্তব্ধতা
পাহাড় সমান একাকিত্ব আমার বুকে।
আমি নীলরঙা আকাশ
বিষাদের তান্ডব নৃত্য বহমান আমার প্রতিটি মুহূর্তে।
আমি নিতান্তই বেহিসেবি
প্রাপ্তির খাতায় বাকি রেখে কাটিয়ে দিচ্ছি বেশ।
আমি সময়ের স্পন্দন
আমি অদৃশ্য অন্ধকার
আমি মহাকাল
আমি বেঁচে থাকা এক উন্মাদ কবি
আমি কবিতা লিখি,
আমি আকি তোমাদের ছবি।
—আমি উন্মাদ কবি
0 comments:
Post a Comment