Sunday, October 1, 2017

[গানের কথা] রঙ্গিন এই পৃথিবী-কলরব

গানের দুনিয়াতে আপনাকে স্বাগতম
Song Name: রঙ্গিন এই পৃথিবী
Song Cast: কলরব শিল্পীগোষ্ঠী.

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।
শূন্য হবে জিন্দেগানী,,,
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন..
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন.
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
সন্ধ্যা হলে ডুবিবে বেলা
সাঙ্গ হবে ভবেরই মেলা।
কেউ বা দিবে আখেরী গোসল।
কেউ বা আনবে আতরদানি.......
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন...
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন......
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
কত আশার বাসা তোমার
নিমিষেতে হবে চুরমার।
কেউ বা ডাকবে মা মা করে।
সাড়া তো দিবে না জননী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন....
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?।
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।।
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন..
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
Collected By:Ornob Blog
Share:

2 comments:

Latest Posts

Search This Blog

Contact Form

Name

Email *

Message *

Followers