Saturday, January 12, 2019

নিঃসঙ্গ রাত্রি

দিনটা ব্যস্ততায় কাটিয়ে দিতে পারলেও রাত্রিটা সম্ভব হয় না। সকল ব্যস্ততা রাত্রির দীর্ঘতার সাথে ক্রমান্বয়ে হ্রাস পায়।মন গহিনে নেমে আসে শূন্যতা। শূন্যতাকে দেখা যায়না,শুধু আত্না দিয়ে উপলব্ধি করা যায়। শূন্যতা কাটানোর চেষ্টা মানুষের সেই সৃষ্টিলগ্ন থেকেই। কিছু মানুষের রাত্রি যাপনের সঙ্গী হয় পুরোনো স্মৃতি,আর কিছু স্বপ্ন ভাঙ্গার গল্প। আর কেউ রাত জেগে জেগে নতুনভাবে স্বপ্ন বুনে।

রাত্রিটা বেশিরভাগই রসকস হীন হয়। কেউ কেউ রাত্রিকে বন্ধুরূপে স্থান দেয়। তবে রাত জাগা মানুষ গুলো অদ্ভুত হয়। তারা অন্ধকারে নিজেকে ডুবিয়ে রাখতে পারলেও সূর্যোদয়ের মতো সুন্দর দৃশ্য তারা দেখতে পায়না। মানুষের
জেগে থাকা রাতগুলোর জরিমানা সবসময় সকালকেই পরিশোধ করতে হয়।
সকালের এতে আক্ষেপ নেই। কারন রাত আছে বলেই সকালের এতো গুরুত্ব।

রাত ৩:০০
১২ জানুয়ারি ২০১৯
মিরপুর ১৩, ঢাকা
Share:

0 comments:

Post a Comment

Latest Posts

Search This Blog

Contact Form

Name

Email *

Message *

Followers

Popular Posts